News71.com
 Entertaintment
 09 Feb 18, 06:42 AM
 929           
 0
 09 Feb 18, 06:42 AM

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ডি.লিট দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।।

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ডি.লিট দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।।

বিনোদন ডেস্কঃ অমতাভ বচ্চনের অভিনয় দক্ষতাকে সম্মান জানাতে কিংবদন্তি এই অভিনেতাকে ডি.লিট সম্মানে সম্মানিত করতে যাচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শাহেনশাকে ডি.লিট দেওয়ার কথা আজ সোমবারই জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। আগামী ৮ মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই সম্মানিত করা হবে বিগ-বিকে। অমিতাভ বচ্চনকে ডি.লিট দেওয়ার প্রস্তাব ইতিমধ্যে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য সব্যসাচী রায় চৌধুরী। এবিষয়ে বিগ-বি অমিতাভকেও জানানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত,বাঙালিদের বিশেষকরে কলকাতার মানুষদের সঙ্গে অমিতাভ বচ্চনের একটি বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে। কেননা অমিতাভ বচ্চন যে কলকাতারই জামাই। জয় ভাদুরীকে বিয়ে করার পর থেকেই কলকাতার সঙ্গে এই সম্পর্ক জুড়ে গিয়েছে তাঁর। শুধু তাই নয়,জানা যায় বিগ-বির কর্মজীবনের শুরুও এই কলকাতাতেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন