বিনোদন ডেস্কঃ নতুন বছরটি অভিনেতা হৃত্বিক রোশনের শুরুই হলো দারুণ একটা সুখবর দিয়ে। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকার শিরোপাটি ছিনিয়ে নিলেন হৃত্বিক রোশন।পিছনে ফেলে দিলেন রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানের মতো তারকাদের।এই তালিকায় যে সমস্ত তারকারা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন, তাদের বিচার করা হয়েছে লুক, বক্স অফিস কালেকশন, সারা দুনিয়ায় তার ভক্ত সংখ্যা এবং সেই তারকার হাতে থাকা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিচার করে।
অতীতে হৃত্বিক রোশন সেক্সিস্ট এশিয়ান ম্যান, হটেস্ট ম্যান ওন প্ল্যানেটসহ একাধিক শিরোপা জিতেছেন। বার তার মুকুটে জুড়ল আরও একটি পালক। হৃত্বিককে বলিউডের গ্রিক গডও বলা হয়। তার লুকের জন্যে সব সময়ই চর্চায় থেকেছেন হৃত্বিক রোশন।