News71.com
 Entertaintment
 27 Dec 17, 10:45 AM
 895           
 0
 27 Dec 17, 10:45 AM

২৮ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭ শুরু হচ্ছে ।।

২৮ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭ শুরু হচ্ছে ।।

বিনোদন ডেস্কঃ দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭। আগামি ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র,শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। শিশুতোষ চলচ্চিত্রে'র ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা,শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা। শিশু নির্মাতা'দের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ৫০ হাজার টাকা,শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মানোয়ার,চলচ্চিত্র সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন