News71.com
 Entertaintment
 26 Dec 17, 12:03 PM
 888           
 0
 26 Dec 17, 12:03 PM

অবশেষে মুক্তি পেল সালমান-ক্যাটরিনার টাইগার জিন্দা হ্যায়।

অবশেষে মুক্তি পেল সালমান-ক্যাটরিনার টাইগার জিন্দা হ্যায়।

বিনোদন ডেস্কঃ অবশেষে সালমান খানের ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।কারণ, আজ শুক্রবার মুক্তি পেয়েছে ধুন্ধুমার অ্যাকশন ও স্ট্যান্টবাজির ছবি টাইগার জিন্দা হ্যায়।তবে শুধু অ্যাকশনই নয়, টাইগার জিন্দা হ্যায় ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাই অ্যাকশনের পাশাপাশি সালমান-ক্যাটরিনার রোমান্স দেখারও সুযোগ পাচ্ছেন ভক্তরা।ছবির আগের পর্বে ভারতের সিক্রেট সার্ভিস এর এজেন্ট টাইগার (সালমান খান) এবং পাকিস্তানের সিক্রেট সার্ভিস আইএসআইর এজেন্ট জয়ার (ক্যাটরিনা কাইফ)মধ্যকার প্রেমকাহিনী এবং দুই রাষ্ট্রের মধ্যে শত্রুতার সম্পর্ক তুলে ধরা হলেও এবার এ দুজনের প্রধান শত্রু মূলত একজন।

ছবির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে।২০১৪ সালে ইরাকে ৪৬ জন ভারতীয় সেবিকাকে অপহরণ করা হয়।কীভাবে টাইগার ও জয়া সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখানো হয়েছে এবারের পর্বে। এর আগে ২০১২ সালে মুক্তি পাওয়া এক থা টাইগার এর দ্বিতীয় পর্ব হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হয়েছে টাইগার জিন্দা হ্যায়।যার শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন