News71.com
 Entertaintment
 26 Nov 17, 04:12 AM
 1017           
 0
 26 Nov 17, 04:12 AM

সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল তৌকির আহমেদের ছবি 'অজ্ঞাতনামা'।।  

সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল তৌকির আহমেদের ছবি 'অজ্ঞাতনামা'।।   

বিনোদন ডেস্কঃ সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭তে 'অজ্ঞাতনামা' ছবিটি শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় কলম্বোয় ন্যাশনাল ফিল্ম করপোরেশন মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে পরিচালক তৌকির আহমেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অজ্ঞাতনামা ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম,মোশাররফ করিম, নিপুনসহ অনেকে। উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিলো তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। একই বিভাগে দেখানো হয় জাকির হোসেন রাজু পরিচালিত 'প্রেমী ও প্রেমী' ছবিটি। তৌকির আহমেদ পরিচালিত 'হালদা' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন তিশা, জাহিদ হাসান ও মোশাররফ করিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন