News71.com
 Entertaintment
 08 Nov 17, 12:04 PM
 938           
 0
 08 Nov 17, 12:04 PM

থাইল্যান্ডে জমেছে উঠেছে শাকিব-নুসরাত জুটির নতুন ছবির রোমান্স।

থাইল্যান্ডে জমেছে উঠেছে শাকিব-নুসরাত জুটির নতুন ছবির রোমান্স।

বিনোদন ডেস্কঃ কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত একটি ছবিতে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। ওই ছবিতে শাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং বর্তমানে চলছে থাইল্যান্ডে। সেখানে শাকিবের সঙ্গে রয়েছেন কলকাতার নায়িকা নুসরাতও। জানা গেছে, তারা সেখানে গানের দৃশ্যে অভিনয় করছেন।শুটিং চলাকালীন একটি ছবিতে শাকিব-নুসরাতকে বেশ উৎফুল্ল দেখা গেছে। এ ছবির শুটিংয়ের জন্য ৪ নভেম্বর ঢাকা ছেড়েছেন শাকিব। লম্বা সফরে আছেন থাইল্যান্ডে সেখানে টানা শুটিং করবেন ২০ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরবেন।


শাকিব খান বলেছেন দেশের বাইরে শুটিং করলে লোকেশান একটা বৈচিত্র্য পাওয়া যায়। দর্শকদের কথা ভেবে আমরাও চেষ্টা করছি ছবিতে নানারকম বৈচিত্র্য যোগ করার। সে কারণেই থাইল্যান্ডে শুটিং হচ্ছে। আশা করছি, দর্শকেরা নতুন কিছু পাবেন।গেল মার্চে নির্মাণের শুরু থেকেই ছবির নাম এবং শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওপারের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত ওই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাস, যিনি এর আগে দেব অভিনীত সুপারহিট ছবি খোকা ৪২০ এবং লাভ এক্সপ্রেসের নির্মাতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন