News71.com
 Entertaintment
 31 Oct 17, 06:41 AM
 1094           
 0
 31 Oct 17, 06:41 AM

জনপ্রিয় সিনেমা বাহুবলি টু'র সকল রেকর্ড ছাড়িয়ে গেল অভিনেতা বিজয়ের নতুন ছবি মেরসাল।।  

জনপ্রিয় সিনেমা বাহুবলি টু'র সকল রেকর্ড ছাড়িয়ে গেল অভিনেতা বিজয়ের নতুন ছবি মেরসাল।।   

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমা জগতে সবচেয়ে ব্যবসা সফল ছবি বাহুবলি সিরিজ। বাহুবলি টু বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে,গড়েছে অনন্য রেকর্ডও। কিন্তু এবার সেই বাহুবলি টু'র রেকর্ড ছাড়িয়ে গেল আরেক দক্ষিণী সিনেমা মেরসাল। ‘মেরসাল’ গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে।সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয়। যিনি থালাপাথি নামেও পরিচিত। শুধু ভারতের তামিলনাড়ু রাজ্যেই ‘মেরসাল’ সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

রজনীকান্তের ‘এন্থিরান’ ও ‘বাহুবলি টু’ সিনেমার পর এটি তৃতীয় চলচ্চিত্র যা এই মাইলফলক স্পর্শ করল। মুক্তির ১১ দিনে বিজয় অভিনীত ‘মেরসাল’ ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। টিএন রেকর্ড অনুযায়ী,এর আগে ‘বাহুবলি টু’ সিনেমাটি মুক্তির ১৭ দিনে এই মাইলফলক স্পর্শ করেছিল। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও কাজল আগরওয়াল। সিনেমার গল্পে কাজল-সামান্থা দুজনেই বিজয়ের প্রেমে পড়েন। কাজল পেশায় চিকিৎসক আর সামান্থা উপস্থাপিকার ভূমিকায় অভিনয় করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন