News71.com
 Entertaintment
 27 Oct 17, 07:46 AM
 958           
 0
 27 Oct 17, 07:46 AM

বাংলাদেশসহ তিন দেশে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা ডুব।  

বাংলাদেশসহ তিন দেশে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা ডুব।   

বিনোদন ডেস্কঃ বাংলাদেশসহ তিনটি দেশে আজ শুক্রবার মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ডুব। অন্য দুটি দেশ হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এটি নিশ্চিত করেছে বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজ জানায়, এই সপ্তাহে তিন দেশের মোট ৮১ টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে ডুব। জাজের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। বহুল আলোচিত ডুব ছবির বিভিন্ন চরিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার নায়িকা পার্নো মিত্র। এছাড়া আছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।


এর আগে ডুব ছবির নির্মাণ নিয়ে জল কম ঘোলা হয়নি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবণী নিয়ে তৈরি করা হয়েছে ডুব। এক্ষেত্রে তাঁর পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি। এমনটা দাবি করে ছবির মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন হুমায়ুনপত্নী মেহের আফরোজ শাওন। বিভিন্ন ঝামেলায় তাই একটু দেরিতে মুক্তি দেওয়া হলো ডুব সিনেমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন