News71.com
 Entertaintment
 24 Oct 17, 10:21 AM
 898           
 0
 24 Oct 17, 10:21 AM

এবার হলিউড অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন বাংলাছবির নায়ক ফেরদৌস ।

এবার হলিউড অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন বাংলাছবির নায়ক ফেরদৌস ।

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক ফেরদৌস এপার বাংলা-ওপার বাংলার একজন প্রিয় নায়ক। এতে কোনো সন্দেহ নেই। ঢালিউড ও টালিউড মিলিয়ে তার অসংখ্যক ব্যবসা সফল মুভি রয়েছে। ঢালিউড ও টালিউড মাতিয়ে এবার ইংল্যান্ডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস। ইন পারসু অব লাভ নামের একটি ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সেলিন বেরান। ছবিটি ইংল্যান্ডে মুক্তি পাবে, একইসঙ্গে বাংলাদেশেও মুক্তি দেয়া হবে বলে জানান ফেরদৌস।ফেরদৌস বলেন, ছবিটির প্রযোজক এবং পরিচালক দু’জনই ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি। এই ছবিটির সঙ্গে যুক্ত বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। ছবিটি পরিচালনা করবেন জিএম ফুরুখ। প্রযোজনা করছেন সাজ্জাদ পারভেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন