News71.com
 Entertaintment
 19 Oct 17, 01:57 AM
 1136           
 0
 19 Oct 17, 01:57 AM

অনেক নায়িকার ভিড়ে সুপারষ্টার শাহরুখ একাই নায়ক

অনেক নায়িকার ভিড়ে সুপারষ্টার শাহরুখ একাই নায়ক

বিনোদন ডেস্কঃ নায়ক একা শাহরুখ খান। কিন্তু, নায়িকা অনেকজন,কাজল, রানি, কারিশমা, দীপিকা, আনুশকা, ক্যাটরিনা কে নেই ছবিতে। যদিও তাঁরা সবাই নায়িকার চরিত্রে অভিনয় করছেন না। আনুশকা ও ক্যাটরিনা ছাড়া সবাইকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। এই খবর সামনে এনেছেন দীপিকা। জানিয়েছেন, তিনিও ক্যামিও চরিত্রে রয়েছেন। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার। তিনটি ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ ও দীপিকা। সবকটি ছবিই হিট হয়েছিল। জুটির প্রশংসা করেছিল দর্শক।ফের স্ক্রিন শেয়ার করবেন তাঁরা। তবে, অল্প সময়ের জন্য।অভিনেত্রী জানিয়েছেন, এবারে ক্যামিওতে অভিনয় করেছি।


শাহরুখ একদিন ডাকল। গেলাম। তারপর মজা করতে করতে কাজটা করলাম। কয়েকদিনই কাজ করেছি। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা কাজ করছি বলে একটিবারের জন্যও মনে হয়নি। যেন একসঙ্গে বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার মতো। ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার আগে এই ছবিতে নাকি দীপিকাকে অভিনয় করানোর কথা ভাবা হয়েছিল। তবে দুইজন নায়িকা রয়েছে বলে দীপিকা নাকি কাজ করতে রাজি হননি। এর আগে শাহরুখের ছবিতে একাধিক নায়িকাকে ক্যামিও চরিত্রে দেখা গেছে।এখন শোনা যাচ্ছে এই ছবিতে শ্রীদেবী, কাজল, রানি মুখার্জি ও আলিয়া ভাটের মতো তারকাদেরও ক্যামিও চরিত্রে দেখা যাবে। ছবিতে বামনের ভূমিকায় রয়েছেন শাহরুখ। ছবি টির নাম এখন ও ঠিক হয়নি, ছবি টি মুক্তি পাওয়ার কথা আগামী বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন