News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:01 AM
 676           
 0
 28 Jan 21, 12:01 AM

রাবি ভিসির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান নুরের।।

রাবি ভিসির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান নুরের।।

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ‘দুর্নীতি’র বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। আজ বুধবার বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই আহ্বান জানান তিনি। রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর ও ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সময় লাইভে উপস্থিত ছিলেন। তারা উপাচার্যের নানা অনিয়মের কথা তুলে ধরেন।  

 

এসময় নুরুল হক নুর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি বলবো ক্যাম্পাস খুললে ছাত্রনেতারা যখন রাকসু আন্দোলন, দুর্নীতিবাজ ভিসির অপসারণের আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করবে তখন আপনাদের উচিত হবে তাদের পাশে থাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন