News71.com
 Bangladesh
 25 Jan 21, 07:42 PM
 760           
 0
 25 Jan 21, 07:42 PM

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যা মামলায় আরো দুই গ্রেফতার॥

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যা মামলায় আরো দুই গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারীপাড়া মহল্লার মো. শহিদুল ইসলামের ছেলে মো. আশিকুর রহমান ইমন (২১) ও ওয়াজেদ ব্যাপারীর ছেলে মাহবুব হাসান বাঁধন (২১)। গত ২৩ জানুয়ারি রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই চাঞ্চল্যকর মামলায় ৮ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের আদালতের আদেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন