নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী একটি শিশু চুরি হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে কন্যা শিশুটি চুরির ঘটনা ঘটে। নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলি রবিদাস সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। এটি তার প্রথম সন্তান। তার স্বামীর নাম গোপাল দাস। তিনি মুচির কাজ করেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন দিন আগে কমলি রবিদাস কন্যা শিশুর জন্ম দেন। এরপর থেকে হাসপাতালে সহায়তার নামে তার সঙ্গে এক তরুণী ঘনিষ্ঠ হয়ে ওঠে। ওই তরুণীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানে না। এ বিষয়ে তদন্ত চলছে।