News71.com
 Bangladesh
 30 Dec 20, 10:25 AM
 751           
 0
 30 Dec 20, 10:25 AM

পাখি তাড়াতে রাজশাহী মেডিকেল কলেজের শত গাছের ডাল কর্তন॥

পাখি তাড়াতে রাজশাহী মেডিকেল কলেজের শত গাছের ডাল কর্তন॥

নিউজ ডেস্কঃ কয়েক মাস জুড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছিল পাখিদের কলকাকলিতে মুখরিত। সকালে তাদের ডাকেই যেন ঘুম ভাঙত রোগী ও স্বজনদের। আশপাশের গাছে বাসা বেঁধেছিল শামুকখোল, বক, মাছরাঙ্গাসহ নানা জাতের পাখি। তাদের তাড়াতে উদ্যোগ নিয়ে শতাধিক গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। পাখির কারণে পরিবেশ নোংরা হওয়ার কথা জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পাখিদের আবাস ধ্বংসকারী এমন সিদ্ধান্তে হতাশার কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। হাসপাতালে কর্মরতরা জানান, করোনাকালে লকডাউনের সময় শামুকখোল, বক, মাছরাঙ্গাসহ হাজার হাজার পাখি বাসা বেঁধেছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছগুলোতে। সেখানে তারা বাচ্চাও ফুটিয়েছিল। এর আগে পাখিগুলো ছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশের গাছপালায়। কারা একাডেমি করার জন্য গত বছর সেখানকার গাছগুলো কাটা হয়। এতে পাখিরা বাসা ছাড়া হয়। হাসপাতালের আনসার সদস্য নুরে আলম জানান, পাখি পায়খানা করে। অনেক সময় রোগীর গায়ে তা পড়ে। এ কারণে হাসপাতাল পরিচালকের নির্দেশে সোমবার গাছের ডালপালা কাটা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন