নিউজ ডেস্কঃ বগুড়ার সদর উপজেলায় অবৈধভাবে লাইসেন্স বিহীন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মিসব্রান্ডেড ওষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের ছাতাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। নাছিম রেজা জানান, ঔষুধ আইন-১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স বিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মিসব্রান্ডেড ঔষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরের মালিক মো. পান্নাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা ওই সব ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।