News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:58 PM
 655           
 0
 18 Dec 20, 10:58 PM

রাজশাহীতে জিয়ার ভাষণ প্রচার।। কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

রাজশাহীতে জিয়ার ভাষণ প্রচার।। কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোর উপজেলার সরকারি আবদুল করিম সরকার কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের পরিবর্তে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ মাইকে প্রচারের ঘটনায় কলেজ অধ্যক্ষকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজকে অব্যাহতি দিয়েছেন। সেই সঙ্গে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, দায়িত্ব ও প্রশাসনিক কাজে অবহেলার জন্য সরকারি আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল আজিজকে ১৭ ডিসেম্বর থেকে অব্যাহতি প্রদান করা হলো। অত্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানকে কলেজের যাবতীয় দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়। জানতে চাইলে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি জানার পর আমরা তদন্ত করে দেখি। অভিযোগের সত্যতা পাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে আব্দুল আজিজকে অব্যাহতি দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন