News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:43 AM
 713           
 0
 18 Dec 20, 10:43 AM

চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধকে গলা কেটে হত্যা।।

চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধকে গলা কেটে হত্যা।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলার মানসুর রহমান (৭০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এলাকার দুই যুবককে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসে। মূলত চুরি করার সময় দেখে ফেলার কারণে বৃদ্ধ মানসুর রহমানকে গলাকেটে হত্যা করা হয়। গ্রেফতার দুইজন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গত ১৩ ডিসেম্বর রাতে চারঘাটের দৌলতপুর গ্রামের বাসিন্দা মানসুর রহমানের গলাকাটা লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।  হত্যার অভিযোগে গ্রেপ্তার দুইজন হলেন- দৌলতপুর গ্রামের মোফাজ্জেল হোসেন ওরফে মোফার ছেলে রোমান হোসেন ওরফে সেতু (২১) এবং একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইবনে আকাওয়াদ ওরফে শাওন (২৭)। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে শাওন ও সেতুকে আটক করা হয়। পুলিশের জেরার মুখে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। শীঘ্রই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন