নিউজ ডেস্কঃ জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের ঘনিষ্ঠ সহচর ছিলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের বাসিন্দা দশরথ চন্দ্র কবিরাজ। বাংলাদেশ আওয়ামী লীগের এই একনিষ্ঠ কর্মী রাজশাহীতে বহু আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালীন নিজ এলাকায় সংগঠকের ভূমিকা পালন করেছেন। তার এক ছেলেও মুক্তিযুদ্ধে অংশ নেন। কিন্তু কেবল আওয়ামী লীগ করায় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই একনিষ্ঠ কর্মীর পরিবার জীবদ্দশায় বিরোধী রাজনৈতিক পক্ষের বহু নিপীড়নের শিকার হয়েছেন। দুই দফায় পুড়িয়ে দেওয়া হয় তাদের বসত-বাড়ি। নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে এক রকম বিনা চিকিৎসায় ২০০৬ সালের ১৩ আগস্ট মারা যান দশরথ চন্দ্র। তবু বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এখনও টিকে আছে দশরথ চন্দ্রের পরিবার। দশরথের পরিবারের এই করুণ পরিণতির কথা তৎকালীন বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। ওই সময় তার দুঃখ-দুর্দশার কথা শুনে বিচারের আশ্বাস দেন শেখ হাসিনা। এছাড়া আর্থিক সহযোগিতাও করেন। দশরথ চন্দ্রের স্ত্রী ১০৩ বছর বয়সী লক্ষ্মী রানি পৌঁছে গেছেন জীবন সায়াহ্নে। তার জন্ম ১৯১৭ সালের ১৫ মে। সাত সন্তানের এ জননী ভারত বিভাজন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের স্বাধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রাম দেখেছেন কাছ থেকে। মুজিব আদর্শে স্বামীর এগিয়ে যাওয়ার সঙ্গীও ছিলেন লক্ষ্মী রানি।