News71.com
 Bangladesh
 24 Nov 20, 07:41 PM
 833           
 0
 24 Nov 20, 07:41 PM

সিরাজগঞ্জে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ।।

সিরাজগঞ্জে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ।।

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মো. রমজান আলী বাড়ি থেকে ২৬ বস্তায় প্রায় ৮০০ কেজি, মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় প্রায় ৭০৫ কেজি এবং মো. আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় প্রায় ৬০০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনার পর থেকে তিন বাড়ির মালিক পলাতক রয়েছে। চাল জব্দ করে সয়দাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে এবং এ ঘটনায় পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন