News71.com
 Bangladesh
 01 Nov 20, 11:33 AM
 810           
 0
 01 Nov 20, 11:33 AM

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু।।

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর মোহনপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তারেক হোসেন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধুরইল হাটে এ দুর্ঘটনা ঘটে। সে ধুরইল হাটপাঠা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, শনিবার সন্ধ্যার দিকে তারেক বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর অটোরিকশা চালককে স্থানীয় লোকজন আটক করেন। পরে মারা যাওয়া শিশুটির পরিবারের সম্মতিতে তাকে ছেড়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন