News71.com
 Bangladesh
 26 Oct 20, 12:31 PM
 843           
 0
 26 Oct 20, 12:31 PM

নওগাঁয় ৬১ মাদকসেবী-জুয়াড়ি আটক।।

নওগাঁয় ৬১ মাদকসেবী-জুয়াড়ি আটক।।

নিউজ ডেস্কঃ নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ জন মাদকসেবী ও চার জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ অক্টোবর) সারাদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার নওগাঁ শহরের বোয়ালিয়া বাইপাস, তুলশীগঙ্গা ব্রিজসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সাত লিটার দেশীয় মদ, ১১৫ গ্রাম গাঁজা, গাঁজা সেবন করার পাঁচটি কলকিসহ ৫৭ জন মাদকসেবী ও চার জুয়াড়িকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক করার পর তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ এ আলাদা মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন