নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন-ধর্ষকের কোনো দল নেই, ধর্ষক অপরাধী। ধর্ষণের বিচার হোক আমরাও চাই। কিন্তু ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে রাজপথ উত্তপ্ত করছে জামায়াত-শিবির ও দেশবিরোধী চক্র। আন্দোলনে ধর্ষণের বিচার দাবির পাশাপাশি শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর আহ্বান জানানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতা হতে দেওয়া হবে না।
ধর্ষণবিরোধী আন্দোলনের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।