News71.com
 Bangladesh
 04 Sep 20, 10:45 AM
 852           
 0
 04 Sep 20, 10:45 AM

রামেকে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধরের অভিযোগে তদন্ত কমিটি॥

রামেকে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধরের অভিযোগে তদন্ত কমিটি॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে হাসপাতালের পরিচালকের কাছে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, হাসপাতালের শিশু বিভাগের প্রধান বেলাল উদ্দিনকে প্রধান করে কমিটির সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল হান্নানকে এবং সদস্য করা হয়েছে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হককে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে পারুল বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে ওই নারীর ছেলেকে আটক করেছে পুলিশ। পরে রাজপাড়া থানায় একটি মামলা হয়। সেদিন বিকেলে আদালত থেকে জামিন নিয়ে তিনি মায়ের দাফনের কাজে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন