News71.com
 Bangladesh
 01 Nov 19, 12:49 PM
 897           
 0
 01 Nov 19, 12:49 PM

নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত॥  

নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত॥   

নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। বাসিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং মুনিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে ।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, ‘তারা দুজন মোটরসাইকেলে করে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথিমধ্যে আগ্রাদ্বিগুণ বাজারের খাদ্য গুদামের পাশের রাস্তায় মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন