নিউজ ডেস্কঃ র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে দুই কেজি ৩শ গ্রাম হেরোইনসহ রশিদ নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে।র্যাবের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃতে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তামসু মন্ডলের টোলা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিঘামিয়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মো. হারুন-অর রশিদ ওরফে রশিদ (২৬)।র্যাব জানায়, দেবীনগর ইউনিয়নের একটি বাঁশঝাড়ের কাছে মাদক বিক্রির জন্য একজন অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের অপারেশন দল দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে দুই কেজি ৩শ গ্রাম হেরোইনসহ রশিদকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। জব্দ হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকার বেশি। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে র্যাবের চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কোম্পানি কমান্ডার আজমল হোসেন।