নিউজ ডেস্কঃ পাবনা শহরের বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর ইউপির মোক্তার হোসেন বিশ্বাসের ছেলে শহিদুল্লাহ বিশ্বাস ওরফে খাঁজা, আমিনপুর থানার চরগোবিন্দপুর এলাকার আবুল হোসেন ওরফে তারা মিয়ার ছেলে ইমদাদুল হক ওরফে বেলজিয়াম ও সদর উপজেলার লস্করপুর এলাকার কাজী বেলায়েত হোসেনের ছেলে কাজী শহিদুল ইসলাম ওরফে ডাবলু। সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।