News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:02 PM
 923           
 0
 01 Oct 19, 11:02 PM

মান্দায় কোটি টাকা মূল্যের দুই কষ্টি মূর্তি উদ্ধার !!

মান্দায় কোটি টাকা মূল্যের দুই কষ্টি মূর্তি উদ্ধার !!

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দায় যৌথ অভিযানে কষ্টি পাথরের দু’টি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপজেলা প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মূর্তি দু’টি উদ্ধার করা হয়। মান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এস এম হাবিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম পশ্চিমপাড়ার মৃত আকবর আলীর ছেলে মো. ময়েজ উদ্দিনের বাড়ি থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মূর্তিগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারের পর মূর্তিগুলো বিজিবির হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন