News71.com
 Bangladesh
 01 Oct 19, 07:38 PM
 880           
 0
 01 Oct 19, 07:38 PM

বগুড়ার উন্নয়নে এক মঞ্চে সবাই !!

বগুড়ার উন্নয়নে এক মঞ্চে সবাই !!

নিউজ ডেস্কঃ বগুড়ার সার্বিক উন্নয়নে বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের আহবানে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। দলগুলোর নেতারা বলেছেন, দল-মত বুঝিনা, বগুড়ার উন্নয়ন চাই । এ জন্য বগুড়াবাসীকে সাথে নিয়ে জনমত গড়ে তোলা হবে এবং সরকারের কাছে এর যৌক্তিকতা তুলে ধরা হবে। এমন উদ্যোগের জন্য সবাই এমপি সিরাজকে ধন্যবাদ জানান। মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ তার বক্তব্যের শুরুতেই বলেন, বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসায়, বাণিজ্য, চিকিৎিসাসহ সব ক্ষেত্রেই অগ্রসর। কিন্তু ২০০৬ সালের পর থেকে বগুড়া শহরে দৃশ্যমান তেমন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তাই বগুড়া শহরের উন্নয়নে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাবলিক বিশ্বদ্যিালয়, বগুড়া থেকে সিরাজগন্জ পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, যানজট নিরসনে শহরের ভিতর থেকে রেল লাইন বাইরে স্থানান্তর, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সংযোগ সড়ক, করতোয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহীদ চান্দু ষ্টেডিয়াম উন্নয়ন, চেলোপাড়া ব্রীজ প্রশস্তকরনসহ বেশকিছু উন্নয়ন প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মকবুল হোসেন এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। উপস্থিত পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান বলেন, বগুড়ার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া -৪ আসনের এমপি বিএনপি নেতা মোশারফ হোসেন, বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক বগুড়া সম্পাদক রেজাউল করিম বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, তরুন শিল্পপতি আসিফ রব্বানী সানি, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, মাহবুর রহমান বকুল, ওমর ফারুক খান, কেএম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক হিরু, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, তৌহিদুল আলম মামুন, খাদেমুল ইসলাম, এবিএম মাজেদুর রহমান জুয়েল, আবু হাসান , মোশারফ হোসেন স্বপন প্রমুখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমপি সিরাজ । তিনি সাংবাদিকদের কাছে বগুড়ার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন