নিউজ ডেস্কঃ রাজশাহীতে মোজাম্মেল হক মজনু নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর নতুন বিলসিমলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি নাটোর আদালতের আইনজীবী ছিলেন। স্ত্রীর সঙ্গে রাজশাহীর নতুন বিলসিমলা এলাকায় থাকতেন। তার স্ত্রী রাজশাহীর একটি কলেজের শিক্ষক। নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, অ্যাডভোকেট মোজাম্মেল হক আত্মহত্যা করেছেন। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান ওসি।