News71.com
 Bangladesh
 26 Sep 19, 07:22 PM
 885           
 0
 26 Sep 19, 07:22 PM

রাবিতে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ।।

রাবিতে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালচার, পিস এন্ড এডুকেশন: ফ্রম দ্যা পারস্পেকটিভ অব পিপলস্ হিস্ট্রি শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ এ সম্মেলনটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের এ সম্মেলনের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি। সম্মেলনের প্রথম দিনে ৪টি প্লিনারি সেশনে ১০টি মূল প্রবন্ধ ছাড়াও ১৩টি টেকনিক্যাল সেশনে ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন