নিউজ ডেস্ক: বগুড়ার শাহজাহানপুর উপজেলার চান্দাই গ্রামের একটি সেতুর পাশে দুই বস্তা ছেঁড়া টাকা পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। শাহজাহানপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের কোনও এক সময় হয়তো টাকাগুলো কেউ ফেলে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। টাকাগুলো উদ্ধারের পর তদন্ত করে জানতে পারবো এগুলো কালো টাকা নাকি ব্যাংকের টাকা।’