News71.com
 Bangladesh
 18 Sep 19, 05:55 PM
 941           
 0
 18 Sep 19, 05:55 PM

রাজশাহীতে মা-ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড॥  

রাজশাহীতে মা-ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড॥   

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামের আকলিমা বেগম (৪৫) ও তার ছেলে জাহিদ হাসানকে (২৫) গলাকেটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার মামলাটির রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নিহত আকলিমার দেবর আবুল হোসেন মাস্টার (৫২), তার সহযোগী হাবিবুর রহমান হাবিব (৪০) এবং দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল্লাহ আল কাফি (২২), লবির উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩০), দুর্গাপুরের খিদ্রকাশিপুর গ্রামের ছাবের আলীর ছেলে রুস্তম আলী (২৬) এবং খিদ্রলক্ষীপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির (২৩)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন