News71.com
 Bangladesh
 10 Sep 19, 11:10 PM
 923           
 0
 10 Sep 19, 11:10 PM

জয়পুরহাটে ছাত্রলীগ নেতাদের ওপর হামলা-গুলি॥ যুবক গ্রেফতার

জয়পুরহাটে ছাত্রলীগ নেতাদের ওপর হামলা-গুলি॥ যুবক গ্রেফতার

নিউজ ডেস্কঃ জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে হত্যা চেষ্টার মামলায় তাজমুল হুদা রিপন (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। রিপন জয়পুরহাট শহরের চিত্রা পাড়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে জয়পুরহাটের স্টেশন রোডের সুজিতের চায়ের দোকান থেকে তিন মোটরসাইকেলে করে রাজা ও রেজাসহ ৬ জন চিত্রা পাড়ার ভাড়া বাসায় যাচ্ছিলেন। এ সময় রেজার বাসার গেটে পৌঁছালে পেছন থেকে নতুন হাটের রিপন, দূর্গাদহের মুন্নাসহ ৬ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালালে ছাত্রলীগ নেতা রেজা গুরুতর জখম হন। এ সময় তাদের লক্ষ্য করে পরপর তিনটি গুলিও ছোড়া হয়। তারা অল্পের জন্য রক্ষা পান। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেজাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। এ মামলায় আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহর থেকে রিপনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন