নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাবপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) একটি অপারেশন দল। রোববার (০১ সেপ্টেম্বর) রাতে কোম্পানি কমান্ডার মো. আজমল হোসেনের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক মো. শহিদুল ইসলাম (৩৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার মো. আফসার আলীর ছেলে। রোববার দিবাগত রাত ১টার দিকে র্যালবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব জানতে পারে নিমতলা থেকে শান্তির মোড়গামী পাকা রাস্তার পশ্চিমে ফকিরপাড়া মহল্লার স্পোর্টস কর্নারের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেন।