News71.com
 Bangladesh
 16 Aug 19, 11:48 PM
 1018           
 0
 16 Aug 19, 11:48 PM

গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।।

গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোমিনুল হক (১৬)। সে গোদাগাড়ী উপজেলার কোচুয়া গ্রামের মুরাদুল ইসলামের ছেলে। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক স্থানে এই দুর্ঘটনা হয়। এ দুর্ঘটনায় আরও ২ মোটরসাইকেল আরোহী আহত হয়। আহত দুইজন হলো রাকিব(২২) ও সাব্বির(২৪)কে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোদাগাড়ীর প্রেমতলী তদন্ত পুলিশ ফাড়ির ইনচার্জ শ্রী নিত্য কুমার জানান, আজ শুক্রবার সন্ধা ৭ টার দিকে রাজশাহীগামী ও চাপাইনবাবগঞ্জগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়। বাকি আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন