News71.com
 Bangladesh
 09 Feb 18, 06:45 AM
 1171           
 0
 09 Feb 18, 06:45 AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছিনতাইকালে অস্ত্রসহ আটক ৪।।  

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছিনতাইকালে অস্ত্রসহ আটক ৪।।   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে দিনে-দুপুরে এক এনজিও কর্মীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ উপজেলার খারুয়াজংলা এলাকায় ছিনতাইকৃত টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে বাড়াবিল মধ্যপাড়া ব্রীজের কাছে জনতা ছিনতাইকারীদের আটক করেন। আটককৃতরা হলো-শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমানের ছেলে এরশাদ আলী (৩৫),রাজবাড়ি জেলার পাংসা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী(৩০),পাবনা সদর উপজেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে নজরুল ইসলাম(৪০) ও পাবনা জেলার সুজানগর উপজেলার নারুহাটি গ্রামের মৃত আকবর আলীর ছেলে আফজাল হোসেন(৪৫)।

এ সময় পুলিশ আটক ছিনতাইকারীদের কাছ থেকে ১টি দেশীয় শার্টারগান,১টি বিদেশী পিস্তল,২টি ধারালো চাপাতি,৩ রাউন্ড পিস্তলের গুলি,২টি কার্তুজ, ১টি পিস্তলের ম্যাগজিন,৪টি মোবাইল ও ছিনতাইকাজে কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান,সাহাজাদা ফাউন্ডেশনের শাহজাদপুর ব্রাঞ্চের মাঠ কর্মী আশরাফুল ইসলাম তাদের সমিতি সদস্যদের কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৩৫৩ টাকা উত্তোলণ করে অফিসে ফিরছিল। সে খারুয়াজংলা ব্রীজের কাছে পৌছালে চার ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে বেধরক মারপিট করে টাকার ব্যাগ লুট করে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের বাড়িঘর ও বাজারের শত শত লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ছিনতাইকারীরা উপস্থিত জনতাকে লক্ষ করে গুলি ছোড়ার চেষ্টা করে। জনতাও ডাকাতদের পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে ছিনতাইকারীদেরর বাড়াবিল মধ্যপাড়া বাজার ব্রীজের কাছ থেকে আটকে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। তবে খোয়া যাওয়া টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন