News71.com
 Bangladesh
 04 Feb 18, 06:48 AM
 1114           
 0
 04 Feb 18, 06:48 AM

পাবনার সাঁথিয়ায় গোপন বৈঠককালে ১৩ জামায়াত কর্মী আটক।

পাবনার সাঁথিয়ায় গোপন বৈঠককালে ১৩ জামায়াত কর্মী আটক।

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়ায় গোপন বৈঠককালে ১৩ জামায়াত কর্মীকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আজ রবিবার দুপুরে তাদের পাবনা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানান, সাঁথিয়া ও উপজেলার বাইরের বিভিন্ন জেলা থেকে আগত ১৩ জামায়াত কর্মী শনিবার রাতে উপজেলা সদরে অবস্থিত আবুল প্লাজার দ্বিতীয় তলায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাফ্ফার সঙ্গীফোর্সসহ তাদের আটক করে।


এসআই গাফ্ফার জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে শরিক দল জামায়াত বিশৃঙ্খলার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। তাদেরকে গোপন বৈঠক থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশের ধারণা, সাঁথিয়ায় বড় ধরণের নাশকতার চেষ্টা করছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত-শিবির নেতারা।আটককৃতরা গোপন বৈঠকের আগে পাবনার সাঁথিয়ায় যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন মর্মে পুলিশের কাছে তথ্য রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন