নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে মারধরে গুরুতর আহত কলেজছাত্র বোরহান কবীরের (১৮) মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বোরহান মণিরামপুর হাসপাতালসংলগ্ন মোহনপুর এলাকার আহসানুল কবিরের ছেলে।এর আগে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মণিরামপুর উপজেলার খালিয়া এলাকায় পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নুর ইসলামের ছেলে নাইম হোসেনকে আটক করেছে।