News71.com
 Bangladesh
 26 May 20, 06:42 PM
 879           
 0
 26 May 20, 06:42 PM

মাগুরায় বিদুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু॥

মাগুরায় বিদুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ মাগুরার চরপুকুরিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রয়েল মোল্লা ( ৪০) ও সুমন মোল্লা (৩৮) নামে দুই চাচাতো ভাই মারা গেছেন। ইটভাটার মালিক রয়েল মোল্লার বাড়ি মাগুরা শহরের আদর্শ পাড়ায় এবং সুমন মোল্লার বাড়ি মাগুরার চরপুকুরিয়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামে অবস্থিত একটি ইটভাটার মালিক রয়েল মোল্লা তার চাচাতো ভাই সুমন মোল্লাকে নিয়ে ইটভাটার পাশের পুকুরে পানি দেয়ার জন্য পানি তোলার মটারে সুইজ দিয়ে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় রয়েলও সুমনকে মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন