News71.com
 Bangladesh
 18 Apr 20, 10:50 PM
 912           
 0
 18 Apr 20, 10:50 PM

খুলনার দাকোপে অগ্নিকাণ্ড॥ ৯ বসতবাডি ভষ্মিভূত

খুলনার দাকোপে অগ্নিকাণ্ড॥ ৯ বসতবাডি ভষ্মিভূত

নিউজ ডেস্কঃ দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা এলাকায় শনিবার ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থরা জানান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নলোপাড়া এলাকার জাফর হালদারের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। লম্বা টিনের চাল ও কাঠের বেড়া দিয়ে তৈরি ঘরটিতে শ্রমজীবী, জেলে ও ভ্যানচালক পেশার ৯টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শনিবার বেলা ৩টার দিকে হঠাৎ রান্না ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে একজন চিৎকার শুরু করলে বিশ্রামে থাকা বাকীরা উঠে পড়েন। এ সময় তাদের ডাকাডাকিতে এলাকার শত শত নারী পুরুষ এগিয়ে এসে পাশের খাল ও পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে শরিফুল ওরফে কালা শেখ, দাউদ শেখ, বাবুল, আনোয়ার, সোহাগ, খাজা, মুছা, সবুরুন্নেছা ও কবির মোল্যার পরিবারের আসবাবপত্র, নগদ টাকা ও সাংসারিক যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন