নিউজ ডেস্কঃ খুলনায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাকায় শিশুসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে আড়ংঘাটা বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- মোটরসাইকেল চালক মাজাহারুল ইসলাম (২৪) ও মাহিন আলম (১০)। এ ঘটনায় মাহিনের জমজ ভাই মোটরসাইকেল আরোহী শাকিন আলম (১০) গুরুতর আহত হয়েছে। মাহিন ও শাকিন খুলনা রেলওয়েতে কর্মরত খোরশেদ আলমের ছেলে। মাহিন স্থানীয় ফুলবাড়িগেট তাহফিজুল হাফেজিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেনির ছাত্র। নিহতদের বাড়ি দৌলতপুর মহসিন মোড় এলাকায়।
খুলনার আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, প্রতিবেশী মাজাহারুল দুই জমজ ভাই মাহিন ও শাকিনকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাজাহারুল ইসলাম নিহত হয়। আরেকজন, হাসপাতালের আনার পথে মারা যায়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক নিখোঁজ রয়েছে।