নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোংলায় র্যা বের গুলিতে ৩ জন নিহত হয়েছে। র্যাাব বলছে, নিহতরা বনদস্যু এবং মারা গেছে বন্দুকযুদ্ধে।র্যা ব জানায়, আজ সোমবার (৬ মে) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যা বকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বনদস্যুরা। র্যা বও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েক রাউন্ড গুলি, একটি নৌকা ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়। নিহতরা বনদস্যু রানা বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যা ব।