News71.com
 Bangladesh
 23 Feb 19, 06:00 PM
 1450           
 0
 23 Feb 19, 06:00 PM

অবশেষে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি আলহ্জ্ব আব্দুল গনি॥

অবশেষে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি আলহ্জ্ব আব্দুল গনি॥

মোঃ সাইফুল ইসলাম: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নে নৌকার মাঝি হলেন দেবহাটা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) আলহাজ্ব আব্দুল গনি। তিনি গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) দলের তৃণমূল থেকে জেলার সিদ্ধান্তক্রমে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্র পেলেন।

মনোনয়ন পাওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণ এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চান। এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান। এজন্য তিনি দেবহাটা উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সে জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন