News71.com
 Bangladesh
 28 May 22, 11:56 AM
 1426           
 0
 28 May 22, 11:56 AM

তারেকের নির্দেশেই ঢাবি-সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অরাজকতা।।তথ্যমন্ত্রী

তারেকের নির্দেশেই ঢাবি-সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অরাজকতা।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত ‘আবৃত্তি উৎসব’-এ তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সুপ্রিম কোর্টের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা কিছু বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এর পেছনে তারেক জিয়ার হাত রয়েছে। তার নির্দেশেই বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখেছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তা বুঝতে ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা যে ভাষায় কথা বলছেন এতে আমাদের গভীর ভাবে ভাবতে হচ্ছে। এছাড়া খালেদা জিয়াকে পুনরায় কারাগারে পাঠাতে জনগণের পক্ষ থেকে দাবি উঠছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন