
নিউজ ডেস্কঃ আজ থেকে আবারও সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে। থাকছে রাতযাপনের সুযোগও। তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে। পরদিন বেলা ৩টায় সেন্টমার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা এই ভ্রমণ করতে পারবেন। সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের বিষয়ে গতকাল রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। সভায়, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, পুলিশ ছাড়াও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছে। এর মধ্যে কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামে তিনটি জাহাজ ১ ডিসেম্বর থেকে যাতায়াত শুরু করবে। সেন্টমার্টিন যাতায়াতে যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়, তার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা সমকালকে বলেন, একবার ব্যবহার্য প্লাস্টিককে নিরুৎসাহিত করতে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাটে জাহাজে ওঠার সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পর্যটকদের অ্যালুমিনিয়ামের পানির বোতল ফ্রি (বিনামূল্যে) দেওয়া হবে।