News71.com
 Sports
 21 Oct 19, 06:33 PM
 521           
 0
 21 Oct 19, 06:33 PM

ক্রিকেট ।। ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে অনিশ্চয়তায় ভারত সফর

ক্রিকেট ।। ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে অনিশ্চয়তায় ভারত সফর

নিউজ ডেস্কঃ নভেম্বরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার ক্থা বাংলাদেশ ক্রিকেটা দলের। এর মধ্যে কয়েকদিন আগেই (বৃহস্পতিবার) টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এই সফরের আগে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশী ক্রিকেটাররা। যার ফলে টাইগারদের ভারত সফর নিয়ে অনিশ্চয়তাও দেখা দিয়েছে। বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুর বিসিবি একাডেমি মাঠে বিকালে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপুসহ সিনিয়র ক্রিকেটারা উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের আন্দোলনে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে সংবাদ সম্মেলনে ১১ জন ক্রিকেটার তুলে ধরেন ১১টি দাবি। সংবাদ সম্মেলনে প্রথম দফা দাবি উপস্থাপন করেন নাঈম ইসলাম।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী তাৎক্ষনিক বক্তব্যে জানিয়েছেন, সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে বিসিবি। ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি; আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। অবশ্যই আমাদের খেলোয়াড়রা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের দাবিগুলো লিখিতভাবে পেলে বোর্ডে আলোচনা করব। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন