News71.com
 Sports
 15 Oct 19, 12:02 PM
 519           
 0
 15 Oct 19, 12:02 PM

ক্রিকেট ।। সুপার ওভারে বাউন্ডারির হিসাব থাকছে না

ক্রিকেট ।। সুপার ওভারে বাউন্ডারির হিসাব থাকছে না

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে বেশি বাউন্ডারি মারার কারণে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব জয়ের উল্লাসে মেতেছিল ইংল্যান্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন নিময়টা পাল্টে ফেলছে। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হলে বাউন্ডারির হিসাব আর দেখা হবে না। আবার হবে সুপার ওভার। যতক্ষণ পর্যন্ত সুপার ওভারের জয়ী নির্ধারণ না হবে, ততক্ষণ পর্যন্ত চলবে খেলা। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথম দেখা গেছে সুপার ওভার। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ফাইনাল ৫০ ওভার শেষে টাই থাকায় সুপার ওভারে যায় খেলা। এক ওভারের সেই লড়াই শেষেও দুই দলের রান সমান। নিয়ম অনুযায়ী ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবিধা নিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে ইংল্যান্ড। তবে এখন থেকে ‘বাউন্ডারি কাউন্ট’-এর এই নিয়ম আর থাকছে না। সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় সুপার ওভারের ফল নির্ধারণ নতুন করে সাজানো হয়েছে। এখন থেকে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সুপার ওভারে বেশি রান করা দল হবে বিজয়ী, যতক্ষণ পর্যন্ত এক দলের জয় নিশ্চিত না হবে, ততক্ষণ চলবে ১ ওভারের লড়াই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন