News71.com
 Sports
 24 May 19, 06:23 PM
 567           
 0
 24 May 19, 06:23 PM

ক্রিকেট ॥ কোহলি মানুষ নয় মেশিন , বললেন ব্রায়ান লারা

ক্রিকেট ॥ কোহলি মানুষ নয় মেশিন , বললেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটবিশ্বে একটা সময় ছিল যখন শচীন টেন্ডুলকার ও ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলত। শচীন টেন্ডুলকারের অবসরের পর তার রাজত্ব এখন বিরাট কোহলির দখলে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী বলতে প্রায় কেউ নেই। সারা বিশ্বেও কোহলিকে টক্কর দেবে এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া দুস্কর। যে কারণে 'প্রিন্স অব ত্রিনিদাদ' ব্রায়ান লারা মনে করেন, ভারতীয় অধিনায়ক মানুষ নন; রীতিমতো একটা মেশিন!লারার মতে, কোহলি বর্তমান ক্রিকেটের ধারা পাল্টে দিয়েছে। তাকে দেখে তরুণেরাও অনুপ্রাণিত হয়। লারার ভাষায়, 'সে একটা মেশিন। আশি কিংবা নব্বইয়ে আমরা যেমন ক্রিকেটার দেখে অভ্যস্ত ছিলাম সে তাদের চেয়ে আলাদা। সেইসঙ্গে অসাধারণ ফিটনেস আছে ওর। প্রচুর পরিশ্রম করে নিজেকে ফিট রাখে। আগে এতটা ফিটনেস নিয়ে কাজ করতে হতো না। কিন্তু এখন প্রচুর খেলতে হয় তাই ভালো ফিটনেস ধরে রাখা জরুরি। কোহলি বুঝিয়ে দিয়েছে ফিটনেসই সবকিছুর চাবিকাঠি।'

ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলবেন কোহলি। তবে এবারই প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দেবেন জাতীয় দলকে। আসন্ন বিশ্বকাপে ৪১ সেঞ্চুরি এবং প্রায় ১১ হাজার রানের মালিক কোহলির ওপর ভর করেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভারত। ভারত অধিনায়ককে 'রান মেশিন' আখ্যা দিয়ে লারা বলেন, 'একজন লোক যতবার মাঠে যাচ্ছে ততবারই রান করছে। শচীন টেন্ডুলকার আমার কাছে অন্যতম সেরা। আমি দুজনের তুলনা করব না তবে কোহলি অসাধারণ প্রতিভা। তরুণদের কাছে উদাহরণ।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন