News71.com
 International
 25 Feb 21, 08:45 PM
 286           
 0
 25 Feb 21, 08:45 PM

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থানে ফেসবুক।।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থানে ফেসবুক।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করা সেনাবাহিনীর বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে ফেসবুক। এবার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সব অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

 

এর আগে মিয়ানমারের সেনা-নিয়ন্ত্রিত মাইআওয়াড্ডি টিভি এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত এমআরটিভি ব্লক করেছিল ফেসবুক। তারপরও দেশটির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। কারারুদ্ধ নেত্রী অং সান সু চি-র মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে এখনো বিক্ষোভ চলছে সারা দেশে। চলছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতন। সামরিক অভ্যুত্থান এবং আন্দোলনকারীদের ওপর নির্যাতনকে কারণ হিসেবে উল্লেখ করে এবার সেনাবাহিনী সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন