News71.com
 International
 23 Feb 21, 10:28 PM
 265           
 0
 23 Feb 21, 10:28 PM

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কর বিবরণী জমা দিতে নির্দেশ মার্কিন সুপ্রিমকোর্টের॥

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কর বিবরণী জমা দিতে নির্দেশ মার্কিন সুপ্রিমকোর্টের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী নিউইয়র্কের কৌঁসুলির কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। সোমবার কোনো মন্তব্য না করেই ট্রাম্পের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন সুপ্রিমকোর্ট। কৌঁসুলিদের কাছ থেকে নিজের অর্থনৈতিক নথি আগলে রাখতে ব্যাপক চেষ্টা করেও হেরে গেলেন ট্রাম্প। 

 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারবার বলে আসছিলেন– কর বিবরণী চেয়ে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি সিরাস ভ্যান্স যে তলবনামা জারি করেছেন, তা বাড়াবাড়ি ও অগ্রহণযোগ্য। কিন্তু তার এ বক্তব্য অগ্রাহ্য করে মার্কিন সুপ্রিমকোর্ট নিউইয়র্কের তদন্ত কর্তৃপক্ষের কাছে ট্রাম্পের কর বিবরণী হস্তান্তরের নির্দেশ দেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এই বিবরণী হস্তান্তরের নির্দেশ চেয়ে আবেদন করা হয়েছিল। তখন ট্রাম্প তার কর বিবরণী প্রকাশ করতে বাধ্য নন বলে দাবি করছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন